দুই ব্রাজিলিয়ানের হাতে চেলসির বিদায়
ঢাকা: প্যারিসে উড়ে গিয়ে রাউন্ড অব সিক্সটিনের প্রথম পর্বে ১-১ ব্যবধানে ড্র করায় তুলনামূলক সুবিধাজনক অবস্থায় ছিল হোসে মরিনহোর চেলসিই। কিন্তু লন্ডনে এসে সব হিসাব-নিকাশ বদলে দিল দুই ব্রাজিলিয়ান ডেভিড লুইস ও থিয়াগো সিলভা।
বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের খেলায় ব্লুজদের ২-২ গোলে থামিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ হওয়ার পর প্রতিপক্ষের মাঠে বেশি গোলের সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় পিএসজির। আর টুর্নামেন্ট থেকে বিদায় হয় ইংলিশ লিগের শীর্ষে থাকা চেলসির। অথচ প্রতিপক্ষ দল ম্যাচের অধিকাংশ সময় দশ জন নিয়ে খেলেছে। খেলার ৩১ মিনিটে লালকার্ড খান পিএসজির জ্লাটান ঈব্রাহিমোভিচ।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে দু দুবার এগিয়ে গিয়েছিল চেলসি। খেলার ৮১ মিনিটে গ্যারি কাহিল প্রথমবার এগিয়ে দেয় ব্লুজদের। পাঁচ মিনিট বাদে সেই গোলটি শোধ দেন চেলসির সাবেক ব্রাজিলিয়ান খেলোয়াড় ডেভিড লুইস। সংযোজিত সময়ের ছয় মিনিটে চেলসিকে আবার স্বপ্ন দেখান ইডেন হ্যাজার্ড। কিন্তু শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে অর্থাৎ খেলার ১১৪ মিনিটে থিয়াগো সিলভা সেই গোলটি শোধ দেন। আর নিজের দলকে পরের রাউন্ডে উঠিয়ে দেন।
আলিয়াঞ্জ অ্যারেনায় দিনের অন্য ম্যাচে শাখতার দোনেস্ককে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। থমাস মুলার, জেরোম বোয়েটং, ফ্রাঙ্ক রিবেরি, বার্ডস্টুবার, রবার্ট লেভানডফস্কি ও মারিও গোটশের গোলে ইউক্রেনকে ৭-০ গোলে হারায় বাভারিয়ানরা। অথচ এই দলটি শেষ ষোলোর প্রথম পর্বে কিয়েভে গিয়ে গোল শূন্য ভাবে আটকে গিয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম