News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১১, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

আমিরাতকে ৩৪২ রানের টার্গেট প্রোটিয়াদের

আমিরাতকে ৩৪২ রানের টার্গেট প্রোটিয়াদের

ঢাকা: বিশ্বকাপের ৩৬ তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪২ রানের বিশাল টার্গেট দিয়েছে প্রোটিয়ারা। বৃহস্পতিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় এবিডি ভিলিয়ার্সের দল। ভিলিয়ার্স করেন ৯৯ রান।

শক্তির বিচারে আমিরাত ‍দুর্বল হলেও এদিন শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করে তারা। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে দলীয় ৯৬ রানের মধ্যে সাজঘরে পাঠাতে সক্ষম হয় আমিরাতের বোলাররা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ছাড়া দলটির পক্ষে অন্য কোনো ব্যাটসম্যান ততটা সুবিধা করতে পারেনি।

দলীয় ১৮.১ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পরে প্রোটিয়ারা। ওপেনার হাসিম আমলা মাত্র ১২ রান করে মোহাম্মদ নাভিদের বলে তৃতীয় ওভারে দলীয় ১৭ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। ওপেনার কুইন্টন ডি কুক ব্যক্তিগত ২৬ রান করে ৮৫ রানের মাথায় আমজাদের বলে ক্যাচ আউট হলে  রিলে রশুর সঙ্গে জুটি গড়েন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

এরপর রশুও ব্যক্তিগত ৪৩ রানে আউট হলে ভিলিয়ার্স দলের হাল ধরার চেষ্টা করেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম ঝড়ো ব্যাটসম্যান তখন অনেকটা ধীরগতিতে রান তুলে মিলারকে নিয়ে শক্ত জুটি গড়েন। দু-জনে ১০৪ রানের জুটি গড়তে সক্ষম হন। এরপর মিলার ব্যক্তিগত ৪৯ রানে নাভিদের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

অধিনায়ক ভিলিয়ার্সও মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে কামরানের বলে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ফারহান বেহারদিয়েন ৬৪ ও ভেরন ফিলান্ডারের অপরাজিত ১০ রানের সুবাদে ৩৪১ রান করে ভিলিয়ার্সের দল।

আরব আমিরাতের পক্ষে মোহাম্মদ আমজাদ একাই তিনটি উইকেট শিকার করেন।

বিশ্বকাপে এর আগে নিজেদের পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে যায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া আরব আমিরাত এ ম্যাচের আগে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাসিম আমলা, কুইন্টন ডি কুক, রিলে রশু, এবি ডি
ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার,ফারহান বেহারদিয়েন, ভেরন
ফিলান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ তৌকির (অধিনায়ক), আমজাদ আলি, আন্দ্রি
বেরেনজার, খুররম খান, সাকলাইন হায়দার, স্বপ্নিল পাতিল, আমজাদ জাভেদ,
সাইমান আনোয়ার, মোহাম্মাদ নাভেদ, মোহাম্মদ তৌকিদ, ফাহাদ আল হাশিম ও
কামরান শাহজাদ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়