News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

জাতীয় লিগে ৭টি ডাবল সেঞ্চুরির রেকর্ড!

জাতীয় লিগে ৭টি ডাবল সেঞ্চুরির রেকর্ড!

ঢাকা: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সৃষ্টি হয়েছে ৭টি ডাবল সেঞ্চুরির (দ্বিশতক) নতুন রেকর্ড।

১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের খেলায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রাজিন সালেহ। এর ফলে সৃষ্টি হলো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক অনন্য ইতিহাস।

ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন ৭ জন ক্রিকেটার। এবারের লিগে যারা ডাবল সেঞ্চুরি পেয়েছেন, “সিলেট বিভাগের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অলক কাপালি (অপরাজিত-২১১ ), ঢাকা বিভাগের হয়ে ডাবল সেঞ্চুরি পেয়েছেন তুষার ইমরান (অপরাজিত-২০৩), রনি তালুকদার-২৭৭, আব্দুল মজিদ-২৫৩, বরিশাল বিভাগের হয়ে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক হোসেন-২৮২, শাহরিয়ার নাফিস-২১৯ এবং  সিলেট বিভাগের হয়ে (বুধবার) রাজিন সালেহ (অপরাজিত-২০১)।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগের তৃতীয় দিন বরিশাল বিভাগের বিপক্ষে একাই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজিন। তিনি ৩৩১ বল মোকাবেলা করে ২০টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ২০১ রান করে অপরাজিত রয়েছেন। জাতীয় দলের ৩১ বছর বয়েসি ব্যাটসম্যান এখন দারুণ ফর্মে রয়েছেন।

দেশের প্রথম শ্রেণির ৪ দিনের খেলায় একের পর এক ডাবল সেঞ্চুরি হাকিয়েই যাচ্ছেন ক্রিকেটাররা।

অন্যদিকে, জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করতে না পারলেও ১৩ ম্যাচে ৫ সেঞ্চুরি হাকিয়ে ১০২৪ রান করে চমক দেখিয়ে চলেছেন রংপুরের লিটন কুমার।

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা ছাড়াও তরুণ ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্সে বিসিবির কর্মকতারাও দারুণ খুশি । বিসিবির পরিচালক আকরাম খান এ বিষয়ে বলেন, “বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দারুণ রান করে যাচ্ছে ক্রিকেটারা। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খুশির খবর।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়