ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন ইয়ামাল
লামিন ইয়ামাল। ছবি: ইন্টারনেট
স্প্যানিশ সুপার কাপের আগে বার্সেলোনাকে সুখবর দিয়েছেন দলের অন্যতম ভরসা লামিন ইয়ামাল। ইনজুরি কাটিতে প্রত্যাশিত সময়ের বেশ আগেই অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
গত ১৬ ডিসেম্বর চোট পেয়েছিলেন ইয়ামাল। ক্লাব কর্তৃপক্ষ তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা জানালেও তার আগেই ফিরেছেন এ ফুটবলার।
ইয়ামালের ফেরাতে আশার আলো জাগাচ্ছে বার্সেলোনা শিবিরে। আগামী বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সেমিফাইনালের লড়াইয়ে যা বাড়তি রসদ হিসেবে কাজ করবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
সর্বশেষ ইউরোতে স্পেনের শিরোপা জয়ে অবদান রাখা এ উইঙ্গার চলতি মৌসুমেও উজ্জ্বল বার্সেলোনার জার্সিতে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেছেন ৬টি। সেইসাথে অবদান রাখেন সতীর্থদের করা ১১টি গোলে।
নিউজবাংলাদেশ.কম/এসবি