সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে রোনালদো
ছবি: সংগৃহীত
অনেক আগেই ইউরোপের পাঠ চুকিয়ে মরুর দেশ সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন পর্তুগিজ তারকা।
তার মাঝেই হাজির হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তাই ছুটি পেয়েই সিআর সেভেন পরিবার নিয়ে উড়াল দিয়েছেন বরফের দেশ ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। সেখানে বড়দিনটাও দারুণ কাটছে রোনালদোর।
বড়দিনে ইনস্টাগ্রামে পরিবারসহ ছবি পোস্ট করেন পর্তুগিজ তারকা। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভিডিও।
দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে।
এমন ভয়ানক ঠান্ডাতেই রোনালদো পানিতে নামার চ্যালেঞ্জ নিলেন। এই সময়ে শীতের পোশাক পরে রোনালদোর সামনেই ছিলেন তার ছেলে।
পানি থেকে ওঠার পরের একটি ছবি দিয়েই রোনালদো লিখেছেন—‘শুভ বড়দিন সবাইকে’।
আরেক ছেলেকে নিয়ে এর আগে স্কিডুতে করে বরফঢাকা পথ চষে বেড়িয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্টও করেছেন।
ডেইলি মেইল জানিয়েছে, রোনালদো পরিবারসহ ভ্রমণ করেছেন। তবে ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেননি আল নাসর তারকা। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি—এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। সে কারণে শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।
নিউজবাংলাদেশ.কম/পলি