News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৭, ২৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১৩:২০, ২৯ নভেম্বর ২০২৪

ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে মেসি, নেই রোনালদো

ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে মেসি, নেই রোনালদো

ছবি: ইন্টারনেট

চলতি বছরের পারফরম্যান্সে সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বর্ষসেরা ফুটবলার ‘ফিফা দ্য বেস্ট’ এবারে এ পুরস্কারের জন্য ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ১১ ফুটবলার। সেখানে লিওনেল মেসির জায়গা হলেও জায়গা হয়নি ক্রিস্টিয়ানোর রোনালদোর।

এর আগে ফ্রান্স ফুটব ল ম্যাগাজিনের সঙ্গে উয়েফার দেওয়া ব্যালন ডি'অরের  সেরা ৩০-এ জায়গা হয়নি মেসি-রোনালদো কারওরই!

এ তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক ছাড়া বাকি ১০ জনই ইউরোপের শীর্ষ ৫ লিগের। এছাড়া অবসর নিয়েও এ তালিকায় আছেন টনি ক্রুস। রেয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর অবসর নেন। বছরের সেরা ফুটবলারের তালিকায় জায়গা না হলেও বছরের সেরা একাদশের জন্য মনোনীতি ৭৭ জনের তালিকায় আছেন রোনালদো।

গত বছরের ২১ আগস্ট থেকে এ বছরের গত ১০ আগস্ট পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিচারের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।  শুক্রবার (২৯ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে ফিফা। ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলেও বর্ষসেরা ফুটবলার (ফিফা দ্য বেস্ট), বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ, পুসকাস অ্যাওয়ার্ড (ছেলেদের সেরা গোল), মার্তা অ্যাওয়ার্ড (মেয়েদের সেরা গোল), বর্ষসেরা একাদশ ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করা হবে।

এর মধ্যে বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা কোচ ও সেরা গোলকিপার নির্বাচনে জাতীয় দলের কোচ, অধিনায়ক ও প্রতি দেশের নির্বাচিত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ভোট দিতে পারবেন সমর্থকেরাও। ফিফার ওয়েবসাইটে ভোট দেওয়া যাবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া বছরের সেরা ফ্যান (সমর্থক) অ্যাওয়ার্ডও নির্বাচিত হবে সরাসরি দর্শকের ভোটে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বিজয়ী নির্ধারণ করবে ফিফার বিশেষজ্ঞ দল। এছাড়া ফিফার সেরা একাদশ নির্বাচিত হবে সমর্থক ও ফিফার বিশেষজ্ঞ দলের সমান ভোটে।  

সংক্ষিপ্ত তালিকার একাংশ:

বর্ষসেরা ফুটবলার (ফিফা দ্য বেস্ট, ছেলে):

দানি কারভাহাল (স্পেন, রেয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যান সিটি), ফেদে ভালভার্দে (উরুগুয়ে, রেয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান ভিরৎজ (জার্মানি, লেভারকুসেন), জুড বেলিংহ্যাম (জার্মানি, রেয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি/রেয়াল মাদ্রিদ), লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি), রদ্রি (স্পেন, ম্যান সিটি), টনি ক্রুস (জার্মানি, রেয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রেয়াল মাদ্রিদ)।


ফিফা দ্য বেস্ট (সেরা ফুটবলার, মেয়ে):

আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা), বারব্রা বানদা (জাম্বিয়া, অরলান্ডো প্রাইড), ক্যারোলিন গ্রাহাম হানসেন (নরওয়ে, বার্সেলোনা), খাদিজা শ (জ্যামাইকা, ম্যান সিটি), কেইরা ওয়ালস (ইংল্যান্ড, বার্সেলোনা), লরেন হেম্প (ইংল্যান্ড, ম্যান সিটি), লিনডসে হোরান (যুক্তরাষ্ট্র, অলিম্পিক লিও), লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড, বার্সেলোনা/চেলসি), ম্যালোরি সোয়ানসেন (যুক্তরাষ্ট্র, শিকাগো রেড স্টার), মারিয়ানা ক্যানডেন্তে (স্পেন, বার্সেলোনা/আর্সেনাল), নাওমি গিরমা (যুক্তরাষ্ট্র, সান দিয়েগো ওয়েভ), ওনা বাতলে (স্পেন, বার্সেলোনা, সালমা পারায়ুলো (স্পেন, বার্সেলোনা), সোফিয়া স্মিথ (যুক্তরাষ্ট্র, পোর্টল্যান্ড থমাস), তাবিথা চাওয়িঙ্গা (মালে, পিএসজি/অলিম্পিক লিও), ত্রিনতি রোডমান (যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন স্পিরিত)।

সেরা কোচ (ছেলে):

কার্লো আনচেলত্তি (রেয়াল মাদ্রিদ), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যান সিটি), শাবি আলোনসো (লেভারকুসেন)।

সেরা গোলকিপার (ছেলে)

আন্দ্রে লুনিন (ইউক্রেন, রেয়াল মাদ্রিদ), দাভিদ রায়া (স্পেন, আর্সেনাল), এদেরসন (ব্রাজিল, ম্যান সিটি), এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা), জিয়ানলুইসি দোন্নারুম্মা (ইতালি, পিএসজি), মাইক মিয়া (ফ্রান্স, এসি মিলান), উনাই সিমন (স্পেন, আতলেতিক বিলবাও)।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়