News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ২৪ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:০৯, ২৪ নভেম্বর ২০২৪

সাফ বিজয়ী পাহাড়ি কন্যাদের গণসংবর্ধনা

সাফ বিজয়ী পাহাড়ি কন্যাদের গণসংবর্ধনা

সাফ চ্যাম্পিয়ন তিন পাহাড়ি কন্যাকে গণসংবর্ধনা

পর পর দুইবার উইমেন'স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী দলের কৃতি ফুটবলার পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে গণসংবর্ধনা দিলো রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। একইসঙ্গে ফিফার রেফারি জয়া চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাঙামাটি মারী ষ্টেডিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়, এসময় তাদের চেক ক্রেষ্টসহ বিভিন্ন উপহার দেয়া হয়। নিজ জেলায় সংবর্ধিত হয়ে খুশি খেলোয়াররা।

এর আগে সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে খোলা ট্রাকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী-আসামবস্তি-তবলছড়ি-দোয়েল চত্বর-বনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এসে শোভাযাত্রাটি শেষ হয়। 

তবে সংবর্ধনা অনুষ্ঠানটি জেলা প্রশাসন মূলত আয়োজন করলেও সহযোগিতায় রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশ। এবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিন কৃতী ফুটবলার ছাড়াও রয়েছেন ফুটবল প্রশিক্ষক ও ফিফা রেফারি জয়া চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, মঘাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরসেন চাকমা,ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমা, বর্মাছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ধারশ মনি চাকমা,চেলাছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা ও ফুটবল কোচ সুইহ্লামং মারমা।

এসময় তিন কৃতী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকার চেক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়াও রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকেও প্রতিজনকে ১ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা ও পৌর সভার পক্ষ থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার চেক প্রদান সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর পাশাপাশি জেলা বিএনপি, জামায়াত ইসলাম, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, বড়ুয়া কল্যাণ সংস্থা ও অন্যান্য ব্যাক্তি সংস্থা থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পরে সংবর্ধনা প্রদান শেষে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা।

এ সময় ঋতুপর্ণা চাকমা বলেন, এই বিজয় একসাথে উদযাপন করতে পারতেছি এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা তিন জনে সত্যিই আনন্দিত ও গর্বিত। সবাই আমাদের এভাবে ভালোবেসে সার্পোট দিয়ে পাশে থাকবেন যেন এর থেকে আরও বড় বড় বিজয় দেশবাসীকে উপহার দিতে পারি।

মনিকা চাকমা বলেন, যখন ভালো কোন অর্জন পারি দেশবাসীকে উপহার দিতে পারি আমাদের অনেক ভালো লাগে এবং আমরাও দেশবাসীকে অনেক সার্পোট ও ভালোবাসা পাই। আমরা সবসময় চেষ্টা করি দেশের জন্য ভালো কিছু বয়ে আনার। আমরা চাই আরও সামনে এগ্রিয়ে যাবো আপনারা সকলে আমাদের জন্য আর্শিবাদ করে ও পাশে থাকবেন। সকলে পাশে থাকলে আমরা সবসময় সফল হবো।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আজকে জেলা প্রশাসন সহ রাঙামাটি রিজিয়ন, জেলা পরিষদ, জেলা পুলিশ সহ অন্যান্য সংস্থা সহ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কৃতী তিন ফুটবলারকে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। তারা রাঙামাটির গর্ব ও অহংকার। তাদের বেশ কিছুর অসুবিধার বিষয়গুলো আমরা জেনেছি আমরা চেষ্টা করব তাদের সমস্যাগুলো সমাধান করার।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার শওকত ওসমান, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা সিভিল সার্জন ডা.নূয়েন খীসা, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ান, সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩০ অক্টোবর (বুধবার) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দলও। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর কন্যারা।নেপালের গোলবারে যে দুইটি বল গিয়েছে; তার দুটোই দিয়েছেন পাহাড়ের বীর কন্যা মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। খেলায় সেরা খেলোয়াড় হয়েছে রাঙামাটির কন্যা ঋতুপর্ণা চাকমা এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে রূপনা চাকমা।

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়