News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ৩১ ডিসেম্বর ২০২৪

দর্শকদের জন্য সুখবর, আরও একটি টিকিট বুথ বাড়ালো বিসিবি

দর্শকদের জন্য সুখবর, আরও একটি টিকিট বুথ বাড়ালো বিসিবি

ছবি: সংগৃহীত

বিপিএলের একাদশতম আসরের শুরুর আগেই টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের একটি গেট ভেঙে ফেলেছে তারা। তবে এ সমস্যা সমাধানের জন্য ৭দিন সময় চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। 

এদিকে, টিকিটের ভোগান্তি কমাতে কাজ শুরু করে দিয়েছে বিসিবি প্রধান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে আরও একটি বুথ থেকে টিকিট বিক্রির ব্যবস্থা করেছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, বিপিএলে মঙ্গলবারের ম্যাচ দুটির টিকিট কিনতে ইচ্ছুক ভক্তদের সুবিধার জন্য মিরপুর ১২ -এর সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে।

এছাড়া মিরপুর শের ই-বাংলার ইনডোর-সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ (মঙ্গলবার) ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়