News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৪

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে শফিকের রেকর্ড

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে শফিকের রেকর্ড

আবদুল্লাহ শফিক। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে রেকর্ড গড়েছেন পাকিস্তানের আবদুল্লাহ শফিক। 

রবিবার (২২ ডিসেম্বর) জোহানেসবার্গে  তৃতীয় ওয়ানডেতে ম্যাচের দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন তিনি। পেসার কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দেন এ ওপেনার। সিরিজে ৩ ম্যাচের সবকটিতে রান না করেই আউট হলেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ইনিংসে শূন্য রানে আউটের রেকর্ড এটিই।

পার্লে প্রথম ম্যাচে ৪ বলে, কেপ টাউনে দ্বিতীয় ম্যাচে ২ বলে, আর শেষ ম্যাচে প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফিরেন ফিরেন শফিক। পাকিস্তানের হয়ে টানা তিন ইনিংসে শূন্য রানের তিক্ত স্বাদ পেয়েছেন আরও পাঁচ জন। ১৯৯৩ সালে শোয়েব মোহাম্মদ, ১৯৯৬ সালে শাদাব কাবির, ২০০০ সালে মোহাম্মদ ওয়াসিম, ২০০৪ সালে শোয়েব মালিক ও ২০১০ সালে সালমান বাট তিন ইনিংসে শূন্যতে ফিরেছিলেন।

এবার অনাকাঙ্ক্ষিত এ রেকর্ডে শফিক ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সবাইকে। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ বার শূন্য রানে আউট হলেন তিনি, পাকিস্তানের হয়ে এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়