News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ১৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:১২, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের জয়

বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের জয়

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসকে ঘিরে ঘরে ঘরে আনন্দ, ঠিক তখন এই আনন্দকে দ্বিগুণ করে তুলল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে লিটন বাহিনী।

সোমবার (১৬ ডিসেম্বর) আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ১৪০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৭ রানের জয় পায় টাইগাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১ রান করে আউট হন ব্যান্ডন কিং। এরপর স্বাগতিকদের বিপাকে ফেলেন শেখ মাহেদী। নিকোলাস পুরান (১), জনসন চালর্স (২০), অ্যান্দ্রে ফ্লেচার (০) এবং রস্টোন চেজকে ৭ রানে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলেন মাহেদী।

পরে মুদাকেশ মতি ৬ রান করে আউট হলে দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রভম্যান পাওয়েল। ১৫তম ওভারে তাসকিনের বলে ৩ ছক্কা মারার ২৯ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

অন্য প্রান্ত থেকে ১৭ বলে ২২ রান করে দলকে জয়ে পথে এগিয়ে দেন রোমারিও শেফার্ড। শেষ ওভারে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। তৃতীয় বলে পাওয়েল ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম বলে আলজারি জোসেফ বোল্ড আউট হলে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। এতে ৭ রানে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন শেখ মাহেদী। এ ছাড়াও তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেন। আর তানজিম সাকিব ও রিশাদ নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাক আউট হন লিটন দাস। এরপর ৮ রান করে আফিফ আউট হলে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন জাকের আলী। ২৭ বলে ২৭ রান করে জাকের আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। ৩২ বলে ৪৩ রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মাহেদী হাসান ও শামীম পাটোয়ারী।

সবশেষে মাহেদীর ২৬ রান এবং শামীমের ১৩ বলে ২৭ রানের ক্যামিওতে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন ওবেদ ম্যাকয় ও আখিল হোসেন। এ ছাড়াও রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ একটি করে উইকেট শিকার করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়