News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৪৪, ১১ ডিসেম্বর ২০২৪

১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ

১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

এক দশক পর চরম ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে ফেলে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ।  দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শাই হোপের দল। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। এর আগে২ ০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে একই উইকেট দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উইকেট থেকে শুরুর সুবিধা আদায় করতে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে স্বাগতিক বোলাররা সুবিধা আদায় করতে না পারলেও ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে ফেরে বাংলাদেশ।

ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়ে দিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার (২)। লিটন ১৯ বল খেলে মাত্র ৪ রান করে দৃষ্টিকটুভাবে আউট হন। এরপরই মিরাজ (১) বল ছাড়তে গিয়ে প্লেড অন হন।

অন্য প্রান্তে ভরসা দিচ্ছিলেন তানজিদ তামিম। তিনি ৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা । উল্টো একের পর প উইকেট হারিয়ে ১১৫ রানে ৭ উইকেট হয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন। রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করে আউট হলে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

উত্তরে  ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ওপেনিংয়ে ব্রেন্ডন কিং ও ইভিন লুইস ১০৯ রানের জুটি গড়েন। ওই জুটিতেই জয়ের পথ পরিষ্কার হয় ক্যারিবীয়দের। লুইস ৬২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৯ রান করে ফেরেন। কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান। এ ছাড়া কেসি কার্টি ৪৫ রান যোগ করেন। অধিনায়ক হোপ হার না মান ১৭ ও রুদারফোর্ড ২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৫.৫ ওভারে ২২৭ (মাহমুদউল্লাহ ৬২, তানজিদ ৪৬, তানজিম ৪৫, আফিফ ২৬, শরীফুল ১৫; সিলস ৪/২২, মোতি ২/৩৬, চেজ ১/১৮)।

ওয়েস্ট ইন্ডিজ : ৩৬.৫ ওভারে ২৩০/৩ (কিং ৮২, লুইস ৪৯, কার্টি ৪৫, রাদারফোর্ড ২৪*; আফিফ ১/১২, রানা ১/৩৮)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়