বাংলাদেশকে ওয়ানডেতে হারাল ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত
টানা ১১ জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে টস জিতে শুরতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান তুলেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব একটা ভালো না করলে শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। সর্বোচ্চ ১১৩ রান করে দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এ ছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব, মেহেদী হাজার মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজদের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জিততে হলে সেন্ট কিটসের এই মাঠে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেটিই করে দেখিয়েছে ক্যারিবীয়রা। এর আগে, গত ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
নিউজবাংলাদেশ.কম/এসবি