আবার নিলামে স্যার ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’
ছবি: সংগৃহীত
আবার নিলামে উঠেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। ধারণা করা হচ্ছে, এই টুপির দাম ছাড়িয়ে যেতে পারে ২ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশের টাকায় যা ৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকার বেশি।
আগামী মঙ্গলবার পরিচালনাকারী সংস্থা বনহ্যামসের আয়োজনে সিডনিতে এ নিলাম অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড়রা যে গাঢ় সবুজ টুপি পরে থাকেন, তা দেশটির ক্রিকেটে বিশেষ মর্যাদার প্রতীক। ভারত ১৯৪৭-৪৮ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। সেই সফরে ব্র্যাডম্যান পরেছিলেন উলের টুপিটি। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর।
বনহ্যামস জানিয়েছে, এটি ব্র্যাডম্যানের সর্বাধিক সফল সিরিজগুলোর মধ্যে একটি। ঐ সিরিজে ব্র্যাডম্যান ছয় ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেছিলেন। এর মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। ডন ব্র্যাডম্যান তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন অবিশ্বাস্য ৯৯.৯৪ গড়ে। তাকে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বর্ণনা করে উইজডেন।
এর আগে ব্র্যাডম্যানের ১৯২৮ সালের টেস্ট অভিষেকের সময় ব্যবহৃত আরেকটি 'ব্যাগি গ্রিন' টুপি ২০২০ সালে নিলামে ২ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তবে সেই দামও পেছনে ফেলেছে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের 'ব্যাগি গ্রিন' যা ২০২০ সালে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী সঙ্কটের জন্য তহবিল সংগ্রহে ৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি