News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৯, ২ ডিসেম্বর ২০২৪

আইরিশদের হোয়াইটওয়াশ করেই সিরিজ জয় টাইগ্রেসদের

আইরিশদের হোয়াইটওয়াশ করেই সিরিজ জয় টাইগ্রেসদের

আইরিশদের হোয়াইটওয়াশ করেই সিরিজ জয় টাইগ্রেসদের। ছবি: সংগৃহীত

সিরিজ শুরুর আগেই ঘরের মাঠে নিজেদেরকে ফেভারিট বলে দাবি করেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুধু মুখে নয় পারফরম্যান্সেও তা প্রমাণ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

সিরিজের প্রথম ম্যাচে ২৫২ রানের রেকর্ড গড়ে আইরিশদের ৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯৩ রান করেও ৫ উইকেটে হেরে যায় সফরকারীরা। সোমবার ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। টার্গেঠ তাড়ায় ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে আয়ারল্যান্ড এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভার ব্যাটিং করে ১৮৫ রানে থামে তারা। দলটির হয়ে ওপেনার ও অধিনায়ক গ্যাবি লেইস ৫২ রানের ইনিংস খেলেন। নয়টি চার মারেন তিনি। এছাড়া তিনে নামা অ্যামি হান্টার ২৩ ও চারে নেমে অর্লা প্রিন্ডারগাস্ট ২৭ রান যোগ করেন। লোয়ারে আর্লিনি কেলি ১৮ ও আলানা ডালজেল ১৯ রানের ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশ নারী দল ২৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। ওপোনার ফারজানা হক ৬১ রানের ইনিংস খেলেন। তিনে নেমে শারমিন আক্তার ৭২ রান যোগ করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৮ রানের ইনিংস খেলেন। এর আগে বাংলাদেশ দলের হয়ে ফাহিমা খাতুন ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়