ফিটনেস টেস্টে উত্তীর্ণ তামিম, খেলবেন এনসিএল টি-২০
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
দীর্ঘ দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচটিতে মাঠে ফিরছেন তিনি।
জানা গেছে, আসন্ন এনসিএল টি-টোয়েন্টি মাঠে ফেরার ইচ্ছে ছিল তার। সেজন্যই দিতে হয়েছিল ফিটনেস পরীক্ষা। পরীক্ষায় উতরে গেছেন তামিম। এনসিএলে খেলতে তাই আর কোনো বাধা রইলো না তার।
বুধবার (২৭ নভেম্বর) বিসিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন অন্যতম সেরা ওপেনার।
জানা গেছে, তিনি ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই।
প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এবার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন সহজেই। আগামী ১২ ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যাবে বাঁ হাতি এই ওপেনারকে।
বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। ঘরোয়া পর্যায়ের সবচেয়ে বড় টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকে বেছে নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে। এরপর বিপিএলেও দেখা মিলবে তার।
ধারণা করা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলও এবার অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ ফরম্যাটে। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো। আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম অথবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
নিউজবাংলাদেশ.কম/পলি