সেঞ্চুরির আক্ষেপ শারমিনের, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
ছবি: সংগৃহীত
সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। আর এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমেআইরিশদের ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংসে খেলেছেন শারমিন আক্তার।
বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৫৯ রান।
তবে ফিফটি তুলতে পারেনি মুর্শিদা খাতুন। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ আউট হন তিনি। ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলছেন ফারজানা। তাকে সঙ্গ দিচ্ছেন শারমিন আক্তার।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা। অন্য প্রান্ত থেকে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন শারমিনও। তবে ফিফটির পর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি ফারজানা। ১১০ বলে ৬১ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।
চতুর্থ উইকেটে শারমিনকে সাথেদেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু জ্যোতি ২৮ রানে আউট হলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শারমিন। কিন্তু ৯৬ রান করে ক্যাচ আউট হন তিনি।
শেষ পর্যন্ত শোবহানা মোস্তারির ৫ রান এবং স্বর্ণা আক্তারের অপরাজিত ১৩ রানে ভর করে ২৫২ রানের রেকর্ড সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ফ্রেয়া সারজেন্ট। এ ছাড়াও লরা ডিলানি, অ্যাইমি ম্যাগুইরে একটি করে উইকেট নেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি