২০১ রানে হেরে শুরু বাংলাদেশের উইন্ডিজ সফর
অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ছবি: সংগৃহীত
বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে অ্যান্টিগায় টেস্ট সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। ৪৫০ রানের জবাবে ২৬৯ রানে প্রথম ইনিংস ঘোষণা বাংলাদেশের। এরপর তাসকিন আহমেদের ৬ উইকেটে স্বাগতিকরা পরের ইনিংসে গুটিয়ে যায় ১৫২ করতেই। ৩৩৪ রানের টার্গেট টপকাতে নেমে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের বেশি করতে পারেনি।
নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই একপ্রকার জয়ের ভিত রচনা করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
জাস্টিন গ্রিভসের সেঞ্চুরি (১১৫*) এবং মিকাইল লুইস (৯৭) ও অ্যালিক অ্যাথানাজের (৯০) ইনিংস দুটিতে ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রানের পাহাড় গড়ে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।
জবাবে দিতে নেমে নড়বড়ে ব্যাটিং করে বাংলাদেশ। জাকের আলী (৫৩) এবং মুমিনুল হকের (৫০) ফিফটির পরও উইন্ডিজের রানের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা। উল্টো ৯ উইকেটে ২৬৯ রানে হঠাৎ ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগেই ১৮১ রানের লিড পেয়ে যায় উইন্ডিজ। তবে এ যাত্রায় তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা। তাসকিন ৬৪ রান খরচায় ৬ উইকেট তুলে নিলে এ যাত্রায় ১৫২ রানে অলআউট হয়ে যায় দলটি।
তবু বাংলাদেশের জন্য ৩৩৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। আর সে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং। কেমার রোচ-জেডেন সিলসদের গতিতে খাবি খাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩২ রানের বেশি তুলতে পারেনি।
রোচ এবং সিলস দ্বিতীয় ইনিংসে সমান তিনটি কর উইকেট ঝুলিতে পুরেছেন।
আগামী ৩০ নভেম্বর সেন্ট কিটস এবং নেভিসে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮ ওভারে ১৩২/১০ (জাকের ৩১, হাসান ০, তাসকিন ৪*, শরিফুল ১ আহত আউট; রোচ ৮-১-২০-৩, সিলস ১৩-৩-৪৫-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৮-১-৩২-২, গ্রেভস ৩-১-১২-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী টেস্ট: ৩০ নভেম্বর, জ্যামাইকায়
নিউজবাংলাদেশ.কম/পলি