News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২২ নভেম্বর ২০২৪

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাদেরকে আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরো বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ঘটনাটি গত সোমবারের ঢাকা থার্ড ডিভিশন ক্রিকেট লিগের। পিকেএসএফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

এরপরই এই ঘটনার তদন্তে নামে বিসিবি। তদন্তের পর প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ৮জন ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তার দোষ খুঁজে পায়। এরপর তাদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করা হয়েছে।

সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।

শাস্তি পেয়েছেন তেজগাঁওয়ের কর্মকর্তা রবিন। তাদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও লেভেল-৪ এর শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা। সেই তুলনায় তাদের লঘু দন্ডই দেয়া হয়েছে। 

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়