আইপিএল নিলামের টেবিলে ১২ বাংলাদেশি
আইপিএলের মেগা নিলামের জন্য ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৭৪ জনকে চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কতৃপক্ষ। এই চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ১২ জন ক্রিকেটার।
যদিও নাম জমা দিয়েছিলেন ১৩ জন বাংলাদেশি। সেখান থেকে একজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।
৫৭৪ জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন ৩৬৬ জন ক্রিকেটার আর বিদেশী ক্রিকেটার ২০৮ জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩ জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএলের সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। ১ কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।
তাছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে আছেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য
২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান।
১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।
নিউজবাংলাদেশ.কম/এনডি