সিরিজ জিতে তামিমের আক্ষেপ
সিরিজের প্রথম ম্যাচে লড়াই জমেছিল বেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে। টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়। সেই জয়ে খুশি থাকলেও পুরোপুরি তৃপ্তি নেই ক্যাপ্টেন তামিম ইকবালের। বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ, ‘পারফেক্ট’ ম্যাচ এখনও খেলতে পারল না দল।
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে ১০৩ রানের জয়। দারুণ শুরুর পর দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারিয়ে বাংলাদেশের শুরুটা ছিল বাজে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ পঞ্চম উইকেটে ভালো একটি জুটি গড়লেও পরে সেভাবে ভালো করতে পারেননি আর কেউ। মূলত মুশফিকের একার লড়াইয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে ২৪৬ রান পর্যন্ত যেতে পারে দল।
ম্যাচ শেষ অধিনায়কের প্রতিক্রিয়ায় তাই ফুটে উঠল মিশ্র সুর। তামিম বলেন, “সৌভাগ্যবশত আমরা দুটি ম্যাচ জিতেছি। খুবই খুশি যে আমরা সিরিজ জিতেছি। তবে এই সিরিজে আমরা এখনও পারফেক্ট ম্যাচটি খেলতে পারিনি। আশা করি, তৃতীয় ম্যাচে পারফেক্ট খেলতে পারব। আজকে যদি দেখেন, আমরা ইনিংসের মাঝপথে অনেক উইকেট হারিয়েছি। একটা সময় দুইশ রানও কঠিন মনে হচ্ছিল। এরপর মুশির ইনিংস সত্যিই দারুণ ছিল। রিয়াদ ভাই কিছুটা অবদান রাখেন। তাতে আমরা মোটামুটি একটা স্কোরে যেতে পারি।”
মাঝারি স্কোরই শ্রীলঙ্কানদের জন্য পাহাড়সম হয়ে ওঠে বাংলাদেশের দারুণ বোলিংয়ে। প্রথম ম্যাচের চেয়ে আরও গোছানো ও ধারাল ছিল এ দিন বাংলাদেশের বোলিং। বোলারদের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক বলেন, “বোলাররা অসাধারণ করেছে। অভিষেকে শরিফুল যেভাবে বল করেছে, কনকাশনের (সাইফ উদ্দিনের) পর তাসকিন এসেছে, হুট করেই যখন বলা হয় যে বোলিং করতে হবে, কাজটা সহজ নয়, কিন্তু সে যেভাবে বল করেছে, তার মানসিকতাই ফুটে উঠেছে। মিরাজ আবারও দুর্দান্ত বল করেছে, সাকিব যথারীতি ভালো ছিল। বোলিং নিয়ে আমি খুবই খুশি।”
ব্যাটিংয়ের পাশাপাশি দলের ফিল্ডিংয়েও আরও উন্নতির বিষয়ে তামিম বলেন, “সিরিজ শুরুর আগে বলেছিলাম, ফিল্ডিংয়ে আমাদের ভালো করতে হবে। কিছু ভালো ক্যাচ আমরা নিয়েছি। তবে যে ক্যাচগুলি নিতে পারিনি, সেই ক্যাচগুলি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে। আজকে প্রয়োজন হয়নি, আরেকদিন লাগতে পারে। যখন আমরা সেই ক্যাচগুলি নিতে পারব, তখন আমি অধিনায়ক হিসেবে খুশি হতে পারব।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ