News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৫৯, ৬ মে ২০২০

এক সেঞ্চুরিতে ২৬ রেকর্ড সাঙ্গ!

এক সেঞ্চুরিতে ২৬ রেকর্ড সাঙ্গ!

বিশ্বকাপে টানা চার সেঞ্চুরি করে একদিনের ক্রিকেটের ইতিহাসে যুগান্তকারী রেকর্ড সৃষ্টি করেছেন কুমার সাঙ্গাকারা। তবে অনেকেই জানেন না, বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে সাঙ্গাকারার করা এই সেঞ্চুরি কেবলমাত্র ওই একটি রেকর্ড ভাঙা রেকর্ডই করেননি, একই সঙ্গে এটা ভেঙে দিয়েছে মোটমাট ২৬টি বিশ্বরেকর্ড। অর্থাৎ মোটমাট ২৬ জন বিশ্বসেরা ব্যাটসম্যানের রেকর্ড ভেঙেছেন তিনি। বিশ্বাস হচ্ছে না? আসুন দেখে নেয়া যাক সেই রেকর্ডগুলো আসলে কি?

ছয় ব্যাটসম্যানের রেকর্ড
এর আগে কোনো টুর্নামেন্টে টানা তিন সেঞ্চুরির মালিক ছিলেন ছয়জন। এরা হলেন- দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক, হার্শেল গিবস ও এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানের জহির আব্বাস ও সাঈদ আনোয়ার এবং নিউজিল্যান্ডের রস টেলর। কিন্তু বুধবার এই ৬ জনের রেকর্ডই এক সেঞ্চুরিতে সাঙ্গ করে দেন সাঙ্গাকারা।

বিশ্বকাপে তিন ব্যাটসম্যানের রেকর্ড
এক বিশ্বকাপে চার সেঞ্চুরি এর আগে কারও ছিল না। আগে এক বিশ্বকাপে চার সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ (১৯৯৬), ভারতের সৌরভ গাঙ্গুলি (২০০৩) ও অস্ট্রেলিয়ার মেথু হেডেন (২০০৭)। এরা সবাই এখন সাঙ্গাকারার পেছনের সারিতে।

১৭ বার তিন সেঞ্চুরির রেকর্ড
কোনো ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্টে এর আগে ১৭ জন খেলোয়াড় ৩টি করে সেঞ্চুরি করতে পেরেছিলেন। সাঙ্গা ওই ১৭ জনকেও পেছনে ফেলেছেন।

সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকদের মধ্যে চার নম্বরে
বুধবারের ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে সেঞ্চুরি করেন সাঙ্গা। এর ফলে তিনি একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরিওয়ালাদের তালিকায় চার নম্বরে নিজের জায়গা করে নিলেন। এই তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার (৪৯), রিকি পন্টিং (৩০) ও সনথ জয়সুরিয়া (২৮)। এরপরের আসনে আছেন ২৫টি সেঞ্চুরি করা সাঙ্গকারা।

অস্ট্রেলিয়ার মাটিতে ২ হাজার রান
স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে এই বুধবারের ইনিংসে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ২০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশিদের মধ্যে তার চেয়ে বেশি রান করেছেন আর দুজন মাত্র। এরা হলেন- ডেসমন্ড হেইন্স (৩০৬৭) ও ভিভ রিচার্ডস (২৭৬৯)।

বুধবারের ম্যাচে সাঙ্গাকারা ৯৫ বলে ১৩টি চার আর চারটি ছক্কাসহ মোট ১২৪ রান করে যোশুয়া ডেবির বলে আউট হন। তবে আউট হওয়ার আগে ৮৬ বলে সেঞ্চুরি পুরো করেন তিনি। এটা ওয়ানডেতে তার ২৫তম সেঞ্চুরি। আগের তিন ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিনি করেন অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান।

এই সাঙ্গাকারাই চলতি বছরের আগস্টে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। আশ্চর্যই বলতে হবে!

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়