News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন বাংলাদেশের

নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন বাংলাদেশের

ঢাকা: বাংলাদেশের সহকারী কোচ রুয়ান কালপাগে বিশ্বাস বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছে সমালোচকদের মিথ্যা প্রমাণ করেছে। বিশ্বমঞ্চে নিজেদের উন্নতির ছাপ রেখেছে। এখন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডকে হারিয়েই শেষ আটের প্রস্তুতি নেয়ার স্বপ্ন এই লঙ্কান ক্রিকেট মগযাস্ত্রের।

গেল সোমবার অ্যাডিলেড ওভালের আগুনে লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ থেকে ছুটি দিয়েছে বাংলাদেশ। নাম লিখিয়েছে টুর্নামেন্টের পরের পর্বে। বিষয়টি নিয়ে সাবেক লঙ্কান অলরাউন্ডার কালপাগে বলেন, “যখন এখানে আমরা পৌঁছেছি তখন প্রত্যেকটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন আমি খুশি যে এখন এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে আমরা।”

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ নিয়ে বাংলাদেশের সহকারী কোচের ভাষ্য, “অনেক কিছুই প্রমাণ করে দিয়েছি আমরা। এখন ছেলেরা তাদের হোমওয়ার্কও সেরেছে। সুতরাং শেষ ম্যাচে আবার ভালো কিছু করে জয়ের অভ্যাস নিয়েই পরের রাউন্ডে যেতে চাই আমরা।”

অবশ্য কালপাগে এটাও স্বীকার করে নিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখেই পড়তে হবে বাংলাদেশকে। কারণ বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়ে রীতিমত উড়ছে। এমনকি অস্ট্রেলিয়াকেও ভূপাতিত করেছে ব্লাক ক্যাপসরা। তিনি বলেন, “এই মুহূর্তে তারা অপরাজিত। কিন্তু ছেলেরা আত্মবিশ্বাসী ও প্রস্তুত।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়