News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১১ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২০

চাপে থাকা তামিমের পাশে ল

চাপে থাকা তামিমের পাশে ল

ঢাকা: ছন্দে থাকলে গ্যালারিতে তার নামে কোরাস ওঠে।

ভক্তরা তাকে ভালোবেসে ‘বুম বুম’ তামিম ইকবাল নামে ডাকেন। মাঠে এর স্বাক্ষর অনেকবার দিয়েছেন দেশসেরা ওপেনার। দলকে জিতিয়ে সবার মধ্যমনি হয়েছেন, আনন্দের উপলক্ষ উপহার দিয়েছেন দেশবাসীকে।

অথচ বাঁচন-মরণ ইংল্যান্ড ম্যাচে সেই তামিম কিনা ওমন লোপ্পা একটা ক্যাচ ফেললো! যা তাকে ‘জাতীয় শত্রু’ বানিয়ে দিয়েছিল প্রায়! চারদিক থেকে তামিমের দিকে ধেয়ে আসছিল সমালোচনার তীর। তবে খারাপ এই সময় বাঁহাতি ওপেনার নিজের সাবেক গুরু স্টুয়ার্ট ল-এর সমর্থন পাচ্ছেন।

ইংল্যান্ডে ম্যাচে ১৫ রানের অবিস্মরণীয় জয়ের দিনে খেলার ৪৮তম ওভারে তাসকিন আহমেদের বলে ক্রিস ওকসের ক্যাচ মিস করেছিলেন তামিম। বিষয়টি নিয়ে সাবেক টাইগার কোচ স্টুয়ার্ট ল বলেন, “ওই রকম মুহূর্তে ক্যাচ মিস করলে কারোই ভালো লাগে না। নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছি বিষয়টি। তখন মনে হয় মুখ লুকাতে পারলেই যেন বাঁচি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে তামিম সেই ধরনের খেলোয়াড় যে মুডে থাকলে দলকে একাই জিতিয়ে দিতে পারেন।”

ল আরো বলেন, “আমার মনে হয় ওই সময় তামিম ভীষণ চাপে পড়ে গিয়েছিল। তার মনে হয়তো কোনো ভয় ঢুকে গিয়েছিল। যাতে করে বল থেকে নজর সরে গিয়েছিল। ক্যাচ ছাড়ার পর তার চোখে হতাশাও দেখা গেছে। এজন্য সে নাকি সবার কাছে ক্ষমাও চেয়েছে। তামিমের কষ্টটা বুঝতে পারছি। তবে সেই ক্যাচের জন্য চড়া মাশুল দিতে হয়নি সেটাই ইতিবাচক।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়