News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২০, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:০৭, ২ ফেব্রুয়ারি ২০২০

হারের পরও শেষ আটে রিয়াল

হারের পরও শেষ আটে রিয়াল

ঢাকা: স্প্যানিশ লা লিগার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হারল রিয়াল মাদ্রিদ। ইউরোপের কুলীন প্রতিযোগিতায় টানা দশ ম্যাচ জয়ের পর মলিন বদনে মাঠ ছাড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের। অবশ্য মঙ্গলবার ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে শালকের বিপক্ষে ৩-৪ গোলের থ্রিলারে হারের পরও চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নাম লিখিয়েছে কার্লো আনচেলাত্তি বাহিনী।

প্রথম লেগে জার্মানিতে গিয়ে ২-০ গোলে জেতায় দুই পর্ব মিলিয়ে ৫-৪ ব্যবধানে উতরে যায় লা ডেসিমার অধিকারীরা। এদিন ভয়ডরহীন শালকের সামনে প্রথম থেকেই ছন্দহীন মনে হয়েছে রিয়ালকে। ডি মাত্তেও’র শিষ্যরা প্রথম থেকেই গোছানো ফুটবল খেলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলদের চেপে ধরে। হাতেনাতেই এর ফল পায় বুন্দেস লিগার দলটি। খেলার ২০ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুচের গোলে এগিয়ে যায়। পাঁচ মিনিট বাদে দারুণ এক হেডারে সেই গোলটি শোধ দেয় ক্রিশ্চিয়ানো রোনালদো।

৪৪ মিনিটে ডাচ ফরোয়ার্ড ইয়ান ক্লাস হান্টেলার আবার এগিয়ে দেয় সফরকারীদের। বিরতিতে ফেরার ক্ষণে সিআরসেভেনের গোলে আবারো সমতায় ফেরে রিয়াল। বিরতি থেকে ফিরে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরাই। গোটা ম্যাচে বিবর্ণ থাকা করিম বেনজেমা স্কোরলাইন ৩-২ করেন ম্যাচের ৫২ মিনিটে। পাঁচ মিনিট পরেই সেই গোলটা শোধ করে দেয় দারুণ ছন্দ নিয়ে খেলা শালকে। ডি বক্সের সামান্য বাহির থেকে জার্মান মিডফিল্ডার লিরয় সেনের রামধনু ফ্রিকিকে সমতায় ফেরে হাওয়েডস বাহিনী।

এরপর শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে হান্টেলার প্রতি আক্রমণ থেকে স্কোরলাইন ৪-৩ করেন। যা চাপে ফেলে দেয় রিয়ালকে। কিন্তু শেষ পর্যন্ত দরকারী আরেকটি গোল আর আদায় করতে পারেনি গাঢ় ব্লুরা। ফলে দারুণ খেলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় শালকেকে।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়