News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩১, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তানের সফর বাতিল, বিসিবি জানে না কিছুই

পাকিস্তানের সফর বাতিল, বিসিবি জানে না কিছুই

ঢাকা:  বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। অথচ এ বিষয়ে কোনো তথ্যই জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আইসিসির ক্রিকেট বিশ্বকাপের পর আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। বাংলাদেশ সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই শর্ত জুড়ে দিয়েছিলেন যে, এই সিরিজ থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ তাদের দিতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল এবং অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে হবে।

এরপর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। অন্যদিকে দেশের চলমান অবস্থায় দু-দেশের কুটনৈতিক সম্পর্কের অবনতির জের ধরেই শেষ পর্যন্ত পিসিবি’র পক্ষ থেকে বাংলাদেশে সফরে না আসার কথা বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে।

তবে এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী কর্মকতা নিজামউদ্দিন চৌধুরী জুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এমন তথ্য তাদের জানা নেই। নিউজবাংলাদেশকে জুন বলেন, ‘পাকিস্তান বাংলাদেশ সফর বাতিল করেছে এ তথ্য আমাদের কাছে নেই। পাকিস্তান সফর নিয়ে এখনও আলোচনা হচ্ছে।’

অথচ বিসিবির ঘনিষ্ট এক সূত্রে জানিয়েছে দু’দেশের কুটনৈতিক সম্পর্কের অবনতির জের ধরে শেষ পর্যন্ত পিসিবি’র পক্ষ থেকে বিসিবিকে সফরে না আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত রোববার ভারতের জি নিউজ পিসিবি চেয়ারম্যানের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ‘সমঝোতা না হলে পাকিস্তান এই সফর বাতিলও ঘোষণা করতে পারে। এ বিষয়ে আরও আলাপ-আলোচনার সুযোগ ছিল। কিন্তু, দু’দেশের কুটনৈতিক সম্পর্কে অবনতি হওয়ার প্রভাবে শেষ পর্যন্ত ভেস্তেই গেল দু’দেশের মধ্যকার অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক সিরিজটি।’

প্রসঙ্গত, ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি২০ ম্যাচের পুর্ণাঙ্গ এক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়