News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ১১ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২০

ভিলিয়ার্স বলছেন আমরাই সেরা

ভিলিয়ার্স বলছেন আমরাই সেরা

ঢাকা: বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতোমধ্যেই দুইবার চোক করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে। আর পাকিস্তানের বিপক্ষে জয় দেখতে দেখতে কক্ষচ্যুত হয়েছে। কিন্তু তারপরও নিজের বিশ্বাস থেকে সরছেন না এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়কের মতে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাই সেরা দল।

আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। তার আগে ফুরফুরে মেজাজে হলুদ-সবুজরা। কারণ দু দুটি ম্যাচ হারলেও টুর্নামেন্টে এর মধ্যেই দুইবার ৪০০ বেশি রানের ইনিংস উপহার দিয়েছে ১৯৯৯ সালের সেমি ফাইনালিস্টরা। ভিলিয়ার্স বলেন, “দারুণ ফর্ম নিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছি আমরা।”

সংযুক্তি হিসেবে এবিডি আরো যোগ করেন, “এখনো দারুণ আত্মবিশ্বাসী আমি। ১০০ ভাগ বিশ্বাস করি যে টুর্নামেন্টে আমরাই সেরা দল। হ্যাঁ, গ্রুপ পর্বে দুটি হার আমাদের বড় আঘাত করেছে। কিন্তু সেটা এখন শুধুই অতীত। আমরা জানি বিশ্বকাপ ঘরে নিতে আর কয়েকটি ম্যাচ দূরে আমরা।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়