News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৪, ১১ মার্চ ২০১৫
আপডেট: ১২:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২০

বহিষ্কৃত হচ্ছেন মঈন খান

বহিষ্কৃত হচ্ছেন মঈন খান

ঢাকা: বিশ্বকাপের পর পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে বহিষ্কৃত হতে যাচ্ছেন মঈন খান। দেশটির ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর সাম্প্রতিক সময় পিসিবি প্রধান শাহারিয়ার খানের সঙ্গে দেখা করেছেন মঈন খান। সে সময় সাবেক পাক ক্রিকেটারকে জানিয়ে দেয়া হয়েছে দেশের ক্রিকেটে প্রধান নির্বাচক হিসেবে তার আর দরকার নেই। এজন্য মঈনের বিকল্প হিসেবে ইতোমধ্যেই লোকও খোঁজা শুরু করেছে তারা। পিসিবির প্রধান নির্বাচক হিসেবে এখন মহসিন খান ও ওয়াসিম বারীর নাম শোনা যাচ্ছে।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগের দিন জুয়ার আড্ডায় গিয়েছিলেন মঈন খান। এরপরই তড়িঘড়ি করে দেশে ফিরিয়ে আনা হয় সাবেক পাকিস্তান ক্রিকেটারকে। যদিও মঈন দাবি করেন- জুয়া নয়, ক্যাসিনোতে ডিনার সারতে গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে দেখা করাটাও অন্যতম উদ্দেশ্য ছিল।

তবে সবচেয়ে মজার বিষয় হলো মঈন খান দলের সঙ্গে অবস্থান করার সময় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারে পাকিস্তান। অথচ তিনি দেশে ফিরতেই জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকাকে হারায় মিসবাহ উল হক বাহিনী। ফলে দল নির্বাচনে মঈনের নেতিবাচক কোনো ভূমিকা ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়