News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৫, ১১ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

শ্রীলঙ্কার সংগ্রহ ৩৬৩

শ্রীলঙ্কার সংগ্রহ ৩৬৩

ঢাকা: গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করেছে গেল বিশ্বকাপের রানার্সআপরা। কুমার সাঙ্গাকারা ও তিলকারত্মে দিলশানের জোড়া সেঞ্চুরির পর অ্যাঞ্জেলো ম্যাথুসের অর্ধশতকে বড় সংগ্রহ গড়ে দলটি।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লাহিরু থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫.৩ ওভারে দলীয় ২১ রানের মাথায় আলাসদায়ের ইভান্সের শিকার হন লঙ্কান ব্যাটসম্যান। কিন্তু দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা ও দিলশানের ১৯৫ রানের পার্টনারশিপে শক্ত ভিত্তি পায় মারাভান আতাপাত্তুর শিষ্যরা।

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে টানা চতুর্থ সেঞ্চুরি করে নতুন ইতিহাস লিখেন বিদায়ের সাহ্নে থাকা সাঙ্গাকারা। মাত্র ৯৫ বলে ৪ ছক্কা ও ১৩ চারে ১২৪ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৯৯ বলে ১০৪ রান করেন দিলশান। ছয় ছক্কা ও এক চারে ২১ বলে ৫১ রান করেছেন ম্যাথুস।

তাছাড়া ব্যক্তিগত ৪ রান করে আউট হয়েছেন লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়বর্ধনে ২, কুশল পেরেরা ২৪, তিসারা পেরেরা ৭, সেগুগু প্রসন্ন ৩ ও নুয়ান কুলাসেকারা ১৮ রান করেন। স্কটল্যান্ডের জোস ডেভাই ৩টি উইকেট শিকার করেন। ইভান্স ও বেরিংটন পেয়েছেন দুটি করে উইকেট।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়