সবাইকে ছাড়িয়ে সাঙ্গাকারা
ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে আগের ম্যাচে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কুমার সাঙ্গাকারা। বুধবারও তিনি সেঞ্চুরি হাঁকালেন স্কটল্যান্ডের বিপক্ষে। ফলে টানা চার সেঞ্চুরিতে ক্রিকেট ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন লংকান এ ব্যাটসম্যান।
বিশ্বকাপ ক্রিকেটে এর আগে কোনো ব্যাটসম্যান টানা তিন ম্যাচে সেঞ্চুরি করতে পারেনি। সেই রেকর্ড গড়ার পর পরের ম্যাচে আবারও তার সেঞ্চুরিতে ক্রিকেট ইতিহাসে তিনি যে কৃতিত্ব দেখালেন তা সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে টানা চার সেঞ্চুরি নেই কোনো ব্যাটসম্যানের। এখানেও সাঙ্গা অনন্য। হয়তো এ রেকর্ড কারও পক্ষেই ভাঙা সম্ভব হবে না।
বাংলাদেশের বিপক্ষে মেলবোর্নে অপরাজিত ১০৫ রানের ইনিংস দিয়ে শুরু। এরপর ইংল্যান্ডের বিপক্ষে খেললেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও সাঙ্গাকারা ১০৪ রানের ইনিংস খেলে বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়েন। এবার হোবার্টের বেলেরিভ ওভালে স্কটল্যান্ডের বিপক্ষেও করলেন সেঞ্চুরি।
বুধবার বিশ্বকাপে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং শুরু করে তারা। ওপেনার থিরিমান্নে ৪ রান করে আউট হলে দিলশানের সঙ্গেও ওয়ানডাউনে জুটি করেন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। অভিজ্ঞ দিলশানকে সঙ্গে নিয়ে শক্ত জুটি গড়েন।
১৯৫ রানের জুটি গড়ে দু’জনেই সেঞ্চুরি হাকান। সাঙ্গাকারা ৯৫ বল খেলে ১২৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এতে ১৩টি বাউন্ডারি ও চারটি ছক্কার রয়েছে। সাঙ্গাকারা সাজঘরে ফেরার আগে দলীয় ৩৪.২ ওভারে দলীয় ২১৬ রানের মাথায় দিলশান ব্যক্তিগত ১০৪ রান করে আউট হন দিলশান। এতে ৯৯ বল খেলে ১০ বাউন্ডারি ও একটি ছক্কায় নিজের ইনিস সাজান।
নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৩৬৩ রান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম