News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৭, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

দিলশান-সাঙ্গাকারার অর্ধশতকে শক্ত অবস্থানে শ্রীলংকা

দিলশান-সাঙ্গাকারার অর্ধশতকে শক্ত অবস্থানে শ্রীলংকা

ঢাকা: দিলশান ও সাঙ্গাকারার অর্ধশতকে স্কটল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থানে শ্রীলংকা। বিশ্বকাপের ৩৫তম ম্যাচে হোবার্টের বেলরিভ ওভালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভার শেষে ১ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ১৬৮ রান। ব্যটিং করছেন তিলেকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা।

 

দলীয় ২১ রানের মাথায় প্রথম উইকেট হারানো শ্রীলংকার ব্যাটিংয়ের দায়িত্ব নেন গত তিন ম্যাচে টানা সেঞ্চুরির হ্যাটট্রিক করা কুমার সাঙ্গাকারা আজও অর্ধশতক হাঁকিয়ে ৭১ রানে অপরাজিত রয়েছেন। আর দিলশান ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধশতক হাঁকিয়ে ৮৮ রানে ব্যাট করছেন।

ইনিংসের ষষ্ঠ ওভারে ইভান্সের বলে স্কটিশ দলপতি প্রেস্টন মমসেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন থিরিমান্নে। আউট হওয়ার আগে তেমন সুবিধা করতে পারেননি থিরিমান্নে। ২১ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন তিনি।


প্রথম রাউন্ডে এটি শ্রীলংকার ষষ্ঠ ও শেষ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।

৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড।

 

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়