টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে ‘এ’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরা। বুধবার জিতলে পয়েন্ট তালিকায় এগিয়ে যাবে তারা।
হোবার্টে বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।
শেষ ম্যাচে লঙ্কান দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নুয়ান কুলাসেকারা, দুশমান্ত চামিরা ও কুশল পেরেরা একাদশে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল ও সাচিত্রা সেনানায়েক।
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ অবশ্য ইতিমধ্যে জানিয়েছেন, চান্দিমালের পরিবর্তে দলে জায়গা পাওয়া কুশল পেরেরা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন। চামিরা ও কুশল পেরেরা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে মাঠে নামছেন। ফলে বিশ্বকাপের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবেন এই দুই লঙ্কান তারকা।
অন্যদিকে বিশ্বকাপে অংশ নিয়ে চার খেলায় এখনও জয়ের স্বাদ পায়নি স্কটিশরা। চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। নিজেদের সম্মান রক্ষা করতে আজ জিততে চান তারা। যদিও শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয় পাওয়া খুবই কঠিন হবে। তবুও তারা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ
নিউজবাংলাদেশ.কম