হ্যামিল্টনে ফুরফুরে মেজাজে অনুশীলনে মাশরাফিরা
ঢাকা: বিশ্বকাপে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সোমবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে স্বপ্নের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে টিম বাংলাদেশ।
অকল্যান্ড থেকে বুধবার ভোরে হ্যামিল্টনে পৌঁছেছেন মাশরাফি-সাকিবরা। ইংলিশদের হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে থাকা টাইগারারা এবার কিউইদের মাটিতেও জয় চায়। আজ (বুধবার) ও বৃহস্পতিবার এখানেই অনুশীলন করছে মাশরাফিররা। দু-দিন অনুশীলন শেষে শুক্রবার স্বাগদিকদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে আফগানিস্তান,স্কটল্যান্ড ও ইংলিশদের হারায় বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও হেরেছে শ্রীলংকার সাথে।
অস্ট্রেলিয়াতে প্রথম খেলাগুলো শেষ করে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে নিউজিল্যান্ডে এসেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে বড় ব্যবধানে জয় তুলে নেয় মাশরাফির দল। ‘এ’ গ্রুপের একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ড জিতেছে টানা পাঁচ ম্যাচে।
নিউজিল্যান্ড এখন পযর্ন্ত বিশ্বকাপে অপরাজিত থাকলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক। কেননা বাংলাদেশে সফরে এসে টাইগারদের কাছে বাংলাওয়াশের স্মৃতি এখনও তারা ভুলতে পারেনি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম