টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা
ঢাকা: বিশ্বকাপের ৩৫তম ম্যাচে হোবার্টের বেলরিভ ওভালে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে স্কটল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার শেষে বিনা উইকেটে শ্রীলংকার সংগ্রহ ১৫ রান। ব্যটিং করছেন ওপেনার তিলেকারত্নে দিলশান ও লাহিরু থিরিমান্নে।
প্রথম রাউন্ডে এটি শ্রীলংকার ষষ্ঠ ও শেষ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।
৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম