যে কারণে ভারতের টাইগার ভীতি!
ঢাকা: ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি এখনো ভুলতে পারেনি ভারত। বর্তমান চ্যাম্পিয়নরা সেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। ৮ বছর আগে ভারতের বিপক্ষে তখন গর্জে উঠেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেদিন ‘নড়াইল এক্সপ্রেসে’র বোলিং তোপ সামলাতে রীতিমতো টালমাটাল ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।
সে ম্যাচে ৯.৩ ওভারে মাত্র ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফি। এবারের বিশ্বকাপেও দারুন ফর্মে রয়েছেন মাশরাফি। শুধু বোলিংয়ে-ই নয়, সঙ্গে টাইগারদের দলকে সফলভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
সোমবার ইংল্যান্ডকে হারানোর পেছনে টিইগারদের অন্যতম অস্ত্র ছিল মাশরাফির সফল নেতৃত্ব। বাংলাদেশকে ভারতের ভয়ের প্রধান কারণ হিসেবে নাকি বিবেচনা করা হচ্ছে মাশরাফিকেই। অপরদিকে, মাশরাফি ছাড়াও সাকিব, মুশফিক, রিয়াদ, রুবেলরাও রয়েছেন দারুণ ফর্মে।
তবে; ইংল্যান্ডকে হারিয়ে মানসিকভাবে চাঙা থাকা বাংলাদেশের অধিনায়ক এখনই ভারতকে নিয়ে ভাবতে চাইছেন না। কোয়ার্টার ফাইনালের আগে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে নিয়েই ভাবছেন তিনি।
মাশরাফি বলেন, “কোয়ার্টার ফাইনালে ভারতকে নিয়ে চিন্তা করার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে। এ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে, যেন ভারতের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারি।”
সবার আগে ভারতের মিডিয়াতেই প্রকাশিত হয়েছে মাশরাফির এসব মন্তব্য ।
ইংলিশদের হারানোর পর তিনি স্টার স্পোর্টসকে বলেন, “আমি কেবল একটি স্মৃতিই মনে করতে পারি, ২০০৭ সালে বিশ্বকাপে ওই ম্যাচে আমি ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছিলাম। সেটি প্রায় ৮ বছর আগের কথা। তবে; আমরা যদি নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারি-- অবশ্যই ভালো কিছু হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে/একে
নিউজবাংলাদেশ.কম