শচীন নয়, সর্বকালের সেরা ভিভ
ঢাকা: খেলা ছেড়েছেন প্রায় ২৪ বছর হতে চললো, কিন্তু এখনো ভক্তদের কাছে একটুও আবেদন কমেনি ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের।
ভারতের শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা নির্বাচিত হলেন উইন্ডিজের দাপুটে ব্যাটসম্যান। ‘ক্রিকেট মানথলি’ নামক একটি ম্যাগাজিন অনলাইন জরিপে ভোটাভুটির পর ‘দ্য ইনভিঞ্চিবল’ এর পক্ষে এই রায় দিলেন।
৫০ জন বিচারকের মধ্যে ২৯ জনেরেই ভোট গেছে ভিভের ঝুঁলিতে। দ্বিতীয় স্থানে ভারতের লিটল জিনিয়াস শচীন টেন্ডুলকার। তৃতীয় স্থানে পাকিস্তানের ওয়াসিম আকরাম। এরপর চার ও পাঁচ নম্বর স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ভারতের মহেন্দ্র সিং ধোনি।
১৯৭৫-৯১ সাল পর্যন্ত রঙিন পোশাকের ক্রিকেটে নিজের পরিচিত ভঙ্গিমায় ঔদ্ধ্যত নিয়ে শাসন চালিয়েছেন ভিভ। আর তার আসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে শচীন টেন্ডুলকার তার ২৩ বছরের ক্যারিয়ারে ১৮ হাজার রান করার পাশাপাশি এই ফরম্যাটে সর্বোচ্চ ৪৯টি শতক হাঁকানোর কৃতিত্ব দেখান।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম
নিউজবাংলাদেশ.কম