মাশরাফিদের ভয় পাচ্ছে ভারত!
ঢাকা: বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। সোমবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন মাশরাফিরা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে নিয়ে ভয়ে আছে ভারত। কারণ, ২০০৭ সালে টাইগারদের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিলো বর্তমান চ্যাম্পিয়নদের। সেই স্মৃতি মনে করে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার তো বলেই দিলেন, বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাদের সহজ প্রতিপক্ষ!
অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর ভারতীয় এ কিংবদন্তি বলেছেন, “কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডই ভারতের সহজ প্রতিপক্ষ হতো।”
বাংলাদেশকে ভয়ের পেছনে প্রধান কারণ হলো সেই বিশ্বকাপে বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজার কাছেই হেরেছিলে তারা। আট বছর আগে যে মাশরাফিদের কাছে হেরেছিলো তারা সেই মাশরাফি দারুণ ফর্মে থেকেই এবার বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ জয়ের আগেও গাভাস্কার বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছিলেন। এবার ইংলিশদের হারানোর পর তিনি বলেন, “বাংলাদেশের এ সাফল্যের অন্যতম কারিগর মুশফিকুর রহিমের ধারাবাহিকতা। অভিষেক থেকে এখন পর্যন্ত তার অবিশ্বাস্য উন্নতি। মুশফিকের সহযোগিতায় মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে দারুণ শতক।”
আট বছর বোলিংয়ে ঝড় তুলে ভারতকে উড়িয়ে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার কোয়ার্টার ফাইনালে ভারতকে নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নড়াইল এক্সপ্রেস গতকাল স্টার স্পোর্টসকে বলেন, “আমি কেবল একটি স্মৃতিই মনে করতে পারি, ওই ম্যাচে আমি ম্যাচ সেরা হয়েছিলাম। সেটাও অনেক আগের কথা, প্রায় আট বছর তো হবেই। মনে হয় না, ওটা এখন তেমন কোনো সাহায্য করবে। তবে নির্দিষ্ট দিনে যদি আমরা ভালো খেলতে পারি, ভিন্ন কিছুই হবে।”
এছাড়া তিনি বলেন, “কোয়ার্টার ফাইনালে ভারতকে নিয়ে চিন্তা করার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে। এ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে, যেন ভারতের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারি।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/ কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম