প্রথম জয় পেল আমিরাতকে হারিয়ে জিম্বাবুয়ের
দৃঢ়তাভরা ব্যাটিংয়ে কোনো অঘটন ঘটতে দেননি শন উইলিয়ামস। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৫ রান করে আরব আমিরাত। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
সাইমান আনোয়ারের অর্ধশতকে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান করে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিয়েছিল আরব আমিরাত। থিতু হওয়ার পর ব্যাটসম্যানদের বিদায়ে এক সময় বিপদেই পড়েছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে স্বস্তির জয় এনে দেন উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ রানের চমৎকার ইনিংস খেলা চামু চিবাবা হাঁটুর চোটের কারণে খেলেননি এই দিন। তার জায়গায় সিকান্দার রাজার সঙ্গে জিম্বাবুয়ের ইনিংস উদ্বোধন করেন রেগিস চাকাভা।
রাজা-চাকাভার ১৩ ওভার স্থায়ী ৬৪ রানের উদ্বোধনী জুটি জিম্বাবুয়েকে ভালো সূচনা এনে দেয়। রাজার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে প্রথম ম্যাচে ৬২ রানে হারা দলটি।
৪৬ রান করে বিদায় নেন রাজা। হিট উইকেট হয়ে ফেরা চাকাভার ব্যাট থেকে আসে ৩৫ রান।
ব্রেন্ডন টেইলর ৪৭ রানের ভালো একটি ইনিংস খেললেও দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি হ্যামিল্টন মাসাকাদজা (১) ও সলোমন মায়ার (৯)।
এক সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৬৭ রান। সেখান থেকে দলকে দলকে জয়ের পথে নিয়ে যান উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ৬২ বলে ৮৩ রানের জুটি গড়েন এই দুই জনে। এতে আরভিনের অবদান ৪২ রান।
অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন উইলিয়ামস। ম্যাচ সেরা এই বাঁ-হাতি ব্যাটসম্যানের ৬৫ বলে খেলা ৭৬ রানের অপরাজিত ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।
আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির ৫১ রানে নেন ২ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরব আমিরাতের। একাদশ ওভারে ৪০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা।
তৃতীয় উইকেটে খুররম খান ও কৃষ্ণ চন্দ্রনের ৮২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে আরব আমিরাত। তবে ১২ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে অস্বস্তিতে পড়ে তারা।
পাল্টা আক্রমণে ৮২ রানের আরেকটি জুটি গড়ে আরব আমিরাত শিবিরে স্বস্তি ফেরান স্বপ্নিল পাতিল ও আনোয়ার।
এই জুটি ভাঙার পর আবার দিক হারায় আইসিসির সহযোগী দেশটি। মাত্র ১৬ রানে তিন উইকেট হারায় তারা। তবে দলকে দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান আহমেদ জাভেদ ও মোহাম্মদ নাভেদ।
অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৫.৫ ওভারে ৫৩ রানের জুটি গড়েন জাভেদ-নাভেদ। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়তে পারে আরব আমিরাত।
নিউজবাংলাদেশ.কম