ইংল্যান্ড ওভাররেটেড!
ঢাকা: এখন প্রশ্ন উঠতেই পারে খেলাধুলা মানেই কি ইংল্যান্ড ওভাররেটেড? ভারতীয় লিটল জিনিয়াস সুনীল গাভাস্কারের বিস্ফোরক মন্তব্যের পর এই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে।
ফুটবলের মতো ক্রিকেটেও ইংল্যান্ড ওভাররেটেড। গতকাল বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হার দেখে সাবেক ভারতীয় অধিনায়ক গাভাস্কার বলেন, “ইংল্যান্ড কি কোয়ার্টার ফাইনালে খেলার মতো খেলেছে? আসলে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ হওয়ার আগে সে দেশের মিডিয়া একরাশ আশার বাণী শোনায়। কিন্তু দিনের শেষে দেখা যায়, তাদের সম্পর্কে বাড়িয়ে বলা হচ্ছে। অন্তত পরিসংখ্যান তাই বলছে।”
চলতি বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ক্রিকেটের গোড়াপত্তনকারীরা। ১৯৯২ সালের পর একবারও সেমিফাইনাল খেলতে পারেনি ইংল্যান্ড। আর তখন থেকে টুর্নামেন্টের প্রথম পর্ব খেলেই তৃতীয় বারের মতো ছিটকে যাওয়া। অথচ ভাসমান সাগের পাড়ের সর্বশেষ আসরে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল এই থ্রি লায়নসরাই।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম