News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৮, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১২:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২০

৩৩ ওভারে অ্যায়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৬০

৩৩ ওভারে অ্যায়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৬০

ঢাকা: বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশদের শুরুটা দুর্দান্ত ছিল। ওপেনার পোর্টারফিল্ড আর স্টার্লিং মিলে আয়ারল্যান্ডকে নিয়ে যাচ্ছিলেন রানের চূড়ায়। দু’জন মিলে ১৫ ওভারেই গড়ে ফেলেন ৮৯ রানের জুটি।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৩৩ ওভার শেষে তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান।

ক্রিজে আছেন নেইল ও ব্রাইন ৩০ রান ও বালবিরনি ০ রানে।

আইরিশরা যে স্পিনে কতটা দুর্বল সেটা বোঝা গেল অশ্বিন আর রায়নাকে বোলিংয়ে আনার পরই। ৪১ বলে ৪২ রান করার পর অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন স্টার্লিং। আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যাড জয়সে মাত্র ২ রান করেই সাজঘরে ফেরেন রায়নার বলে। দলের রান তখন ১৭.২ ওভার শেষে ৯২।

পোর্টারফিল্ড ৬৭ রান করে শর্মার বলে সাজঘরে ফিরেছেন। দলীয় রান তখন ৩১.২ ওভারে ১৪৫ রান।

আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক),পল স্টারলিং, অ্যাড জয়েস, নেইল ও ব্রাইন, অ্যান্ডু বালবিরনি, গ্যারি উইলসন , কেভিন ও ব্রাইন, জন মানি, স্টুয়ার্ট থমসন, অ্যালেক্স কুস্যাক, জর্জ ডকরেল।

ভারত একাদশ: মহেন্দ্র ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মাদ সামি, উমেশ যাদব।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়