News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০২, ৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০২, ৭ ফেব্রুয়ারি ২০২০

পুরনো ‘পাপী’ পাকি জামসেদ

পুরনো ‘পাপী’ পাকি জামসেদ

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে খাটো করতে ম্যাচ জয়ের নায়ক রুবেল সম্পর্কে কটুক্তি করে টুইট করেছেন পাকিস্তান ক্রিকেট দলের ‘কুখ্যাত’ ওপেনার নাসির জামসেদ। এছাড়াও টুইটারে রুবেল ও বাংলাদেশ নিয়ে অনেকগুলো জঘন্য মন্তব্য করে এখন তীব্র সমালোচনার মুখে এই পাকি।

কিন্তু এর আগেও খবরের শিরোনাম হয়েছিলেন এই পাকি খেলোয়াড়, তবে অবশ্যই ভালো কোনো কারণে নয়, অপরাধের জন্য। অন্যায় পথে পকেট ভারী করতে আইন ভঙ্গের কারণে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের পুলিশের খাতায়ও উঠেছিলো তার নাম।

গত ২০১২ সালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে আটক হওয়া ক্রিকেট জুয়াড়ি সাজিদ খানের কাছে পাওয়া গিয়েছিলো তার ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এই সাজিদ খান ছিলেন জামসেদের পুরনো বন্ধু, করাচিতে দীর্ঘদিন তারা একই ক্লাবে ক্রিকেট খেলতেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হয়েছিলেন তিনি।

এছাড়াও খোদ পাকিস্তান দলেই সালমান বাট, মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফের সঙ্গে তার নামও এসেছিলো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে। যদিও তখন পাকিস্তানি ক্রিকেট বোর্ড কায়দা করে আইসিসির শাস্তির খড়গ থেকে বাঁচিয়েছিলো জামসেদকে।

জামসেদ সেকেন্ডারি স্কুলে থাকাকালীন ইংরেজি পরীক্ষায় অসদুপায়ে অবলম্বনের পাপে আরও দুই শিক্ষার্থীর সঙ্গে লাহোর পুলিশের কাছে হাতেনাতে ধরা খেয়েছিলেন। পরীক্ষায় নকল করার অভিযোগে তখন তাকে গ্রেফতারও করেছিলো পুলিশ। তখন তাকে থাকতে হয়েছিলো জেল হাজতেও।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়