বিজয় আনন্দে ভাসছে সারাদেশ
ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বিজয়ে বিজয়-আনন্দে ভাসছে সারাদেশ। দেশের বিভিন্ন জেলা থেকে নিউজবাংলাদেশ.কম সংবাদদাতারা জানান, অবরোধ-হরতাল, পেট্রল বোমা হামলা, দগ্ধ মানুষের আহাজারি ইত্যাদি ভুলে গিয়ে মানুষ বিজয় আনন্দে মেতে উঠেছে।
লালমনিরহাট সংবাদদাতা জানান, স্লোগানে স্লোগানে মুখরিত জেলাসদরের অলিগলি, পাড়া-মহল্লা। তারা বজ্রকণ্ঠে চিৎকার করে বাংলাদেশ নাম উচ্চারণ করছে। দলের বিজয়-উল্লাসে হাতীবান্ধায় আজ বিকালে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। উপজেলার বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এতে নানা বয়সের শিশু-কিশোর-ছেলে-যুবকেরা অংশগ্রহণ করে।
রাজশাহী ব্যুরো প্রতিনিধি জানান, বাংলাদেশের বিজয়ে শিক্ষানগরী রাজশাহীতে আনন্দের বন্যা বইছে। রুবেলের বলে ইংল্যান্ডের শেষ উইকেটটির পতনের সাথে সাথে ছাত্র-জনতা বিভিন্ন বাদ্যযন্ত্রসহ রাজপথে নেমে আসেন। বাংলাদেশ দলের বিজয় মিছিল স্লোগোনে স্লোগানে ভরে ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আলাদাভাবে বিজয় মিছিল করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল বিজয় মিছিল বের করেন। আনন্দ-মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই দেশের পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাও করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, শেষ উইকেটটি পড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্র-ছাত্রীরা স্রোতের মতো বেরিয়ে আসে। তারা আনন্দ-উচ্ছ্বাসে, নেচে-গেয়ে বাংলাদেশ দলের বিজয় উপভোগ করে।
নাটোর সংবাদদাতা জানান, বাংলাদেশ-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগাররা ইংল্যান্ডকে ১৪রানে পরাজিত করায় উল্লাস করেছে নাটোরের ক্রিকেট ভক্তরা। খেলা শেষ হওয়ার পরপরই ক্রিকেটভক্তরা জাতীয় পতাকা হাতে এবং বাংলাদেশের জার্সি গায়ে পরে আনন্দে ফেটে পড়ে। ক্রিকেট যে সব মতভেদ, ধর্ম-বর্ণ, উচু-নিচুর বিভেদ ভুলে সবাইকে এক করতে পারে সেটার বহিঃপ্রকাশ ছিল এই আনন্দ মিছিলগুলোতে। টাইগারদের জয়ে সড়কে, বিভিন্ন বাসা-বাড়ির ছাদে নারী-পুরুষ, শিশুরাও পটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম