News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট ইংলিশদের ৩৮

বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট ইংলিশদের ৩৮

স্পোর্টস ডেস্ক: ইংলিশদের কাঁদিয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণের পথেই হাটছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিততে বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। অন্যদিকে ইংলিশদের জিততে প্রয়োজন ২৫ বলে ৩৮ রান। ম্যাচে যে অবস্থা তাতে দুই দলেই জয়ের সম্ভাবনা রয়েছে।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৪৬ ওভারে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৪২ রান। আজকের ম্যাচটি উভয় দলের জন্যই আজ বাঁচা-মরার লড়াই। ইংল্যান্ডকে হারালে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ দল। পাশাপাশি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে যাবে ইংলিশদের।

বাংলাদেশ ছুঁড়ে দেয়া ২৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ইংলিশরা। ওপেনার মঈন আলী ১৯ নান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলেও শক্ত জুটি গড়েন ইয়ান বেল ও অ্যালেক্স হেলস। দলীয় ৯৭ রানের মাথায় টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা এ জুটি ভাঙেন। হেলস ব্যক্তিগত ২৭ রান করে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ দেন। এরপর আবারও শক্তজুটি গড়েন বিট্রিশরা।

দলীয় ২৭ ওভারের পেসার রুবেল হোসেন উইটেটে জোড়া আঘান হানেন। তারা জোড়া উইকেটে স্বস্থিতে ফেরে বাংলাদেশ শিবির। ইয়ান বেল ৬৩ ও অধিনায়ক মগানকে শুন্যু রানে সাজঘরে ফেরান।

এরআগে অ্যাডিলেডে টসে হেরে ব্যাট করতে নেমে মাহমুদুউল্লাহ রিয়াদে ঐতিহাসিক সেঞ্চুরিতে ৫০ ওভানে সাত উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে টাইগাররা। বাংলাদেশের পক্ষে রিয়াদ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েছেন। এছাড়া সৌম্য সরকার ৪০ ও মুশফিকুর রহিম ৮৯ রানে ঝলমলে ইনিংস খেলেছেন।

ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের দুই উইকেটে হারিয়েছিল টাইগাররা। দুই দলের মোট ১৫ বার দেখা হয়েছে, এর মধ্যে বাংলাদেশের জয় দুই ম্যাচে। ইংলিশরা বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে। তবে আশার কথা, টাইগাররা জয় দু’টি পেয়েছে শেষ তিন বারের দেখায় ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়