News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৬:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০

মাঠে রুবেল ফেসবুকে ‘হ্যাপি’

মাঠে রুবেল ফেসবুকে ‘হ্যাপি’

ঢাকা: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল মাঠে বোলিংয়ে ঝড় তুলেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রুবেলের জোড়া আঘাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে। দেশে বিদেশে ক্রিকেট ভক্তরা নিজেদের ফেসবুক ও টুইটারে লিখেছেন, “রুবেলের জোড়া আঘাতে আমি হ্যাপি, আমরা হ্যাপি ও দেশের মানুষ হ্যাপি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তার ফেসবুকে লিখেছেন, রুবেলের জোড়া আঘাতে আমি হ্যাপি! (Two wickets in Rubel`s one over. Oh Allah I am so happy. Smelling the victory, tears in my eyes!!)

বাংলাদেশ ছুঁড়ে দেয়া ২৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই আঘাত হানেন দেশের রুবেল। মঈন আলীকে প্রথমে আউট দিলে পরে রিভউতে তা বাতিল হয়ে যায়। এর মাঝে রুবেল কোন উইকেট শিকার করতে পারেনি। দলীয় ২৭তম ওভারের মাথায় রুবেল বল হাতে ভংঙ্কর হয়ে উঠেন।

ওভারের প্রথম বলেই ইয়ান বেলকে সাজঘরে ফেরান জাতীয় দলের এ পেসার। ইংলিশ এ ওপেনার ৬৩ রান করে রুবেলের বলে কিপার মুশফিকে গ্লাপসে ক্যাচ দেন। এই ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে সাজঘরে ফেরান তিনি। রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দিনি। ইংলিশদের দলীয় রান তখন ২৬.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১২১ রান।

এরআগে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে মাহমুদুউল্লাহ রিয়াদের ঐতিহাসিক সেঞ্চুরিতে ২৭৫ রান সংগ্রহ করে টাইগাররা। রিয়াদ ছাড়াও এ দিন ব্যাট হাতে মুশফিক ৮৯ ও সৌম্য সরকার ৪০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। এ ম্যাচে জিতলেই বাংলাদেশ বিশ্বকাপে স্বপ্নের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে।

নিউজবাংলাদেশ.কম/এসএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়