ইউরোপের ফুটবলে এশিয়ান হানা!
ঢাকা: শেষ পর্যন্ত বাতাসে ভাসতে থাকা কথাটাই সত্যি হচ্ছে। সাত বারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ইতালির এসি মিলানের ৩০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছেন থাইল্যান্ডের ধনকুবের বি তায়েচাওবোল। দিন কয়েক আগে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বাড়িতে থাই ভদ্রলোকের সঙ্গে চুক্তি সারে সান সিরোর ঐতিহ্যবাহী ক্লাবটি।
গত মাসে চীনের ধনকুবের ওয়াও জিয়ান লিন বিশ শতাংশ শেয়ার কিনে নেন স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের। এবার ইতালিয়ান সিরি আ’য়ের জায়ান্ট ক্লাবটির শেয়ার কিনে ইউরোপিয়ান ফুটবলে হানা দিলেন আরেক এশিয়ান ধনকুবের।
রোববার ইতালির বিখ্যাত পত্রিকা ‘গাজেত্তা দেল স্পোর্টস’-এ এসি মিলান ক্লাবের শেয়ার বিক্রির খবর বেরুলো চারদিকে আলোড়ন পড়ে যায়। প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকেই বার্লুসকোনি পরিবারের পক্ষ থেকে এসি মিলান ফুটবল ক্লাবের শেয়ার বিক্রির কথা চলছিল। তাই এখন বাস্তবতার মুখ দেখলো।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম