স্ত্রী ও ছেলেকে সেঞ্চুরি উৎসর্গ করলেন রিয়াদ
ঢাকা: বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করেছেন তিনি। সোমবার বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি এমন কথা জানান।
রিয়াদের অসাধারণ সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। ১৩৮ বল খেলে ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে সাতটি বাউন্ডারি ও দুটি ছক্কার মার রয়েছে। রিয়াদ ছাড়াও তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার ৪০ ও বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ৮৯ রানের কৃতিত্ব দেখিয়েছেন।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অনুভুতি নিয়ে রিয়াদ জানান, “প্রথম সেঞ্চুরির অনুভূতিটা দারুণ। তবে আরও কিছু রান করতে পারলে আরও খুশি হতাম। দুর্ভাগ্য রান আউট হয়ে যেতে হলো!”
প্রথম বাংলাদেশি হিসেবে ও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি কাকে উৎসর্গ করবেন এমন প্রশ্নে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “আজকের সেঞ্চুরিটি নিয়ে আমি অনেক আনন্দিত। আমার সেঞ্চুরির ইনিংসটি স্ত্রী ও সন্তানকে উৎসর্গ করছি।”
এছাড়া তিনি বলেন, “তবে আগামী ম্যাচগুলোতে আরও রান করতে পারলে ভালো লাগবে। এ ম্যাচে আমাদের ১৫/২০ রান কম হয়েছে। এ ম্যাচে ম্যাচে জয় পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের। তবে এজন্য বোলারলের সঠিক লাইন লেন্থে বল করতে হবে এবং ফিল্ডিংয়ে ভালো করতে হবে। জয় পেতে হলে এমন স্লো উইকেটে প্রথমে দ্রুত তাদের কয়েকটি উইকেট তুলে নিতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম