বাংলাদেশের সংগ্রহ ২৭৫
ঢাকা: ‘ডু অর ডাই’ ম্যাচে ইংল্যান্ডকে ২৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার অ্যাডিলেড ওভালে মাহমুদুল্লাহ রিয়াদের ইতিহাস গড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে টাইগাররা।
দলীয় আট রানে দুই ওপেনার তামিম ইকবাল (২) ও ইমরুল কায়েসের (২) বিদায়ের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তখন উইকেটে ছিলেন সৌম্য সরকার। তৃতীয় উইকেটে তার সাথে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে প্রাথমিক বিপর্যয় সামলে নেন তারা।
২১ ওভারের দ্বিতীয় বলে গিয়ে তৃতীয় উইকেট জুটির সেই প্রতিরোধ ভাঙে। ক্রিস জর্ড়ান দারুণ খেলতে থাকা সৌম্যকে বাটলারের ক্যাচ বানান। এরপর দ্রুত সাজঘরে ফেরেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র দুই রান করে মঈন আলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
দলীয় ৯৯ রানে চার উইকেট হারানোর পর তখন একটু ভড়কেই গিয়েছিল টাইগার সমর্থকরা। কিন্তু খাদের সেই কিনার থেকে দলকে টেনে তোলে রিয়াদ-মুশফিকের পঞ্চম উইকেট জুটি। ৫.৯১ গড়ে ১৪০ রান তুলে দলকে কক্ষপথে ফেরায় তারা। ৪৫.৪ ওভারে গিয়ে ক্রিস ওকসের সরাসরি থ্রোতে জুটি ভাঙে মুশফিক-রিয়াদের।
সেটা দলীয় ২৪০ রানের ঘটনা। এরপর দুর্দান্ত খেলতে থাকা মুশফিকও আর বেশি দূর এগুতে পারেননি। মাত্র ৭৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৮৯ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন। ২৬১ রানের মুশির বিদায়ের পর চার রানের ব্যবধানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। ব্যক্তিগত ১৪ রান করে।
মাশরাফি মুর্তজা ৬ আর আরাফাত সানি ৩ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান ও জেমস অ্যান্ডারসন। আর একটি করে উইকেট গেছে স্টুয়ার্ট ব্রড ও মঈন আলির দখলে। উইকেট শূন্য ছিলেন ক্রিস ওকস ও জো রুট।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম