News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

সেঞ্চুরিতে নতুন ইতিহাস মাহমুদউল্লাহ রিয়াদের

সেঞ্চুরিতে নতুন ইতিহাস মাহমুদউল্লাহ রিয়াদের

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের পাশাপাশি নিজেও নয় বছরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। ১৩১ বলে সাত চার ও দুই ছয়ে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

স্টুয়ার্ট ব্রডের ইনিংসে ৪৪তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। আগে স্কটল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ৯৫ রানের ইনিংস ছিল বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়াই নয়, বাংলাদেশের হয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিটি তুলে নেন রিয়াদ।

বাংলাদেশ এবার নিয়ে পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশী বিশ্বকাপে সেঞ্চুরির হাঁকাতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করলেন রিয়াদ। যা দেশের ক্রিকেট ইতিহাসে যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

নয় বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১৩টি ওয়ানডে ম্যাচ খেলে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার সেই ইনিংসটি ছিল গত বছর ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। মূলত সেই জিম্বাবুয়ে সিরিজ থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা মুহূর্তে অতিক্রম করছেন রিয়াদ।

এর আগে ১১৩টি এক দিনের ম্যাচ খেলে দুই হাজার ২ শ’ ৩৬ রান করেন তিনি। যাতে ১২টি অর্ধশতক হাঁকান রিয়াদ। তবে তাঁর কোনো সেঞ্চুরি ছিল না। সেঞ্চুরি হাঁকাকে না পারলেও তার গড় রান ৩২.৪০। তবে জাতীয় দলের হয়ে সেঞ্চুরি করতে না পারার পেছনে অবশ্য প্রধান কারণ ছিল শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নামা। শুরুর দিকে ব্যাট করার সুযোগ পেলে হয়তো সাকিব-তামিমদের মতোই অনেক সেঞ্চুরির করতে পারতেন তিনি।

ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানের মাথায় ২ ওপেনারকে হারাতে হয়েছে টিম মাশরাফিকে। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ আর সৌম্য সরকারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। এরপর মুশফিকের সাথে জুটি গড়ে দলীয় ২ শ’ রান পার করেন রিয়াদ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়