News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

বিশ্বকাপে টানা দ্বিতীয় অর্ধশতক রিয়াদের

বিশ্বকাপে টানা দ্বিতীয় অর্ধশতক রিয়াদের

ঢাকা: ইংলিশদের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছে দারুণ ফর্মে থাকা জাতীয় দলের অভিজ্ঞ আলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে টানা দুই ম্যাচে অর্ধশতক হাঁকালেন তিনি। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন ২৯ বছর বয়সী ডানহাতি এ অলরাউন্ডার।

সোমবার অ্যাডিলেড ওভালে ইংলিশদের বিপক্ষে ৭৫ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় নিজের অর্ধশতক পূর্ণ করেছেন রিয়াদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিয়াদ ৬৩ ও মুশফিক ১৫ রান করে ক্রিজে আছেন। বাংলাদেশ দলীয় রান ২৮ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৩০ রান।

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার রিয়াদ। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ২৮ রান এবং আফগানিস্তানের বিপক্ষে তিনি ২৩ রান করেছিলেন। দারুণ ফর্মে থাকা রিয়াদ বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ থেকে ভালো খেলছেন।

দলীয় ৮ রানে দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে সৌম্য ও রিয়াদ ৮৬ রানের জুটি পুর্ণ করেন। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ সৌম্য সরকারকে ব্যাটিংয়ে বিপদ রক্ষায় হয়। ওয়ানডাউনে ব্যাট করতে নামা সৌম্য সরকারের সাথে জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়