News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা: চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। এগারোতম বিশ্বকাপে পুল ‘এ’র ম্যাচে কিছুক্ষণের মধ্যেই অ্যাডিলেড ওভালে মাঠে নামবে টাইগাররা।

উভয় দলের জন্যই আজ বাঁচা-মরার লড়াই। ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ দল। পাশাপাশি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে যাবে ইংলিশদের।

বাংলাদেশের জন্য এ ম্যাচের পরও সুযোগ হিসেবে থাকছে নিউজিল্যান্ড ম্যাচ। তবে ইংল্যান্ড দলের এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই।

ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের দুই উইকেটে হারিয়েছিল টাইগাররা। দুই দলের মোট ১৫ বার দেখা হয়েছে, এর মধ্যে বাংলাদেশের জয় দুই ম্যাচে। ইংলিশরা বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে। তবে আশার কথা, টাইগাররা জয় দু’টি পেয়েছে শেষ তিন বারের দেখায় ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

ইংল্যান্ড দল: ইয়ান বেল, মঈন আলী, অ্যালেক্স হ্যাল, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, ক্রিস উকস, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়