News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪২, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

সুজনের পর দুর্জয়, বিদেশে খেলার বদলে জুয়ায় মনোনিবেশ!

সুজনের পর দুর্জয়, বিদেশে খেলার বদলে জুয়ায় মনোনিবেশ!

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপে একের পর এক কলঙ্ক প্রকাশ হয়েই চলেছে। আসল কাজ রেখে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকরাই অসৎ কাজে মনোনিবেশ করছেন।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ কাভার করতে যাওয়া এক সাংবাদিক এখনও অস্ট্রেলিয়ার জেলে ঘানি টানছেন। তারপরও লজ্জা হয়নি বিসিবির।

জাতীয় দলের পেসার আল আমিনের পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের জুয়ার আসরে (ক্যাসিনোয়) যাওয়া নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় এখনও বইছে। কিন্তু এর মাঝেই আবারও নতুন করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ‘ক্রিকেট অপারেশন্স’ কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের একই ঘটনা।

অস্ট্রেলিয়া গিয়ে কোথায় তারা দলের ক্রিকেটারদের উৎসাহিত করবেন, তা না করে জুয়ার (ক্যাসিনো) আসরে সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। জুয়ার আসরে বসে আড্ডা দেওয়ার সেই ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইউটিউবে। ৩৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে জুয়ার টেবিলের সামনে বসা নাঈমুর রহমান দুর্জয় এমপিকে। ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে বিসিবির টাকা নষ্ট করে বিদেশে গিয়ে জুয়া খেলায় মেতেছে বিবিসির পরিচালকরা!

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে গিয়ে একের পর এক বিতর্ক তৈরী হচ্ছে। সাংবাদিক কেলেঙ্কারির পর পেসার আল-আমিন হোসেন কান্ড। রাত করে হোটেল রুমে ফেরার শাস্তি স্বরূপ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকেই বহিস্কার করা হয় আল-আমিনকে। এর পরপরই বিতর্কে যোগ দেন ম্যানেজার সুজন। এবার কেলেঙ্কারির তালিকায় নতুন করে যোগ হলেন নাইমুর রহমান দুর্জয়।

এভাবে, একের পর এক দায়িত্বশীলদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিতর্কিত হয়ে উঠছে বিসিবির কর্মকান্ড। প্রশ্ন উঠছে বিসিবির শৃঙ্খলা রক্ষার কঠোরতা নিয়েও।

বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি ইংল্যান্ডেরও জীবন-মরণ লড়াই বটে। এমন ম্যাচের আগে বিসিবির পরিচালক এবং বাংলদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আসীন ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়ের জুয়ার আসরে সময় কাটানোর ঘটনা ক্রিকেটপ্রেমীদের মনে নানা সন্দেহের জন্ম দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়